গোয়াইনঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দূর্ঘটনায় আহত ১১ জন, ২জনের অবস্থা আশংকাজনক

Spread the love

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:: সারী-গোয়াইঘাট সড়কের ফুলের গ্রাম মারকাজের সম্মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিয়ের যাত্রী বাহী একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে  বৃদ্ধ নারী ও শিশুসহ ১১জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকুমা বিবি (৭৮), নাজমা (২৮), জাবেদ (৬), জাবেল (৭), আল-আমীন (৩), রুবিনা (২৫), তাবাছ্ছুম (২), লিপা (৩), রনিপা (২), সুমনা (২২), মাহা (৩) ও মাশরাফি (৩)।

স্থানীয় সুত্রে জানাগেছে, গোয়াইনঘাট থানায় সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদের প্রটোকল ডিউটিতে যাওয়ার সময় ফুলের গ্রাম মারকাজ নামক স্থানে এসে গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যরা হাফিজুল ইসলাম সোহেলকে দেখতে পান একটি নোহা গাড়ি ১০-১২ জন যাত্রী নিয়ে গুরুতর এক্সিডেন্ট করে রাস্তায় পাশে পুকুরে পড়ে আছে। সাথে সাথে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় হাফিজুল ইসলাম সুহেল ও পুলিশ সদস্য জসীম উদ্দিন গাড়ি থেকে নেমে পুকুর থেকে আহত রোগীদের উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে এর মধ্যে ১ জন গর্ভবতী মহিলা ৩জন শিশু ও একজন বৃদ্ধ মহিলাসহ মোট ৯জন গুরুতর আহত রয়েছেন। অপরদিকে ১টি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি ৩ জন গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে আলকুমা বিবি ও নাজমা বেগমের অবস্থা আশংকাজনক বলে আলকুমার ছেলে মান্নান ফির জানিয়েছেন। পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সুহেল জানান, রাস্তার পাশে একটি গরু রশি দিয়ে বাধা ছিল। হটাৎ গরুটি রাস্তায় এসে নোহা গাড়ির সামনে পড়ে যাওয়ার ফলে এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *