গোয়াইনঘাট প্রতিনিধি:: অনাড়ম্বর আয়োজন করে বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে চত্বর থেকে বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে র্যালীটি গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ারের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, আবুল কাশেম, আবদুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুননুর,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সহসাংগঠনিক সম্পদক দিলকাস আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে চান মিয়া, সুজন আহমদ, ফজলুল করিম প্রমুখ।
