গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:: উত্তর সিলেটের সর্ববৃহত উপজেলা গোয়াইনঘাটে ৮লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২) এবং বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ (২৮)। পুলিশ সুত্র আরোও জানিয়েছে, থানার এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর সাকিনস্থ জনৈক সাব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধোপাগুল পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময় একটি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রায় রুপান্তর করলে আনুমানিক ৮লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ কাদির আজাদ (২২) এবং দুলাল আহমেদ (২৮) গোয়াইনঘাট সিলেটদ্বয়কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ১২টায় গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ঔষধসহ ২অপরাধী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।