নিজস্ব প্রতিবেদক::গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম হইতে ৭৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। পুলিশ সুত্র জানিয়েছে, মঙ্গলবার (১৯ সেপ্টর) গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ এনামুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে ১নং রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম এলাকা থেকে ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তুমপুর ইউনিয়নের উপর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মোঃ জামিল পালিয়ে যায়। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, সিলেট জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। এছাড়া অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এসআই এনামুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারী পালিয়ে যায়।
