ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২০টি ভারতীয় রেডিও মেশিন, বিপুল পরিমান মোবাবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত-রাতে মামলার বাদী এসআই (নিঃ)/এনামুল হাসান ও এএসআই (নিঃ)/প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানার দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানাধীন ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর ৫ম খন্ড সাকিনস্থ মানিকগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের নিচে কাফনা নদী থেকে ধৃত আসামী ১। ফয়সল আহমদ (৩০), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-কাকুনাখাই, ২। রিয়াজ আহমদ (২৪), পিতা-মৃত তৈয়ব আলী, সাং-কাকুনাখাই খলাদ্বয়কে ২০টি ভারতীয় রেডিও মেশিন, বিপুল পরিমাণ মোবাইল ও একটি নৌকাসহ তাদের আটক করা হয়।গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম পিপিএম ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং ০৫/১৭৪, তাং-০৩/০৮/২০২৪ইং।