আইন-বিচার গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইঘাট থানা পুলিশের তৎপরতায় ৫ ডাকাত গ্রেফতার

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: পৃথিবী জুড়ে (কোভিট-১৯) মহমারী করোনার মাঝেও থেমে নেই চুরি, ডাকাতি, জমি দখল, সন্ত্রাস, ধর্ষন, লুটতরাজ কিংবা একে অপরকে ঘায়েল করার ফন্দিফিকির। সবগুলো যেন এখন পুলিশের “মরার উপর খরার ঘা“র  মতো অবস্থা। অচিরেই কোথায়ও যেন পৃথিবী তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলতে যাচ্ছে। তুপের মুখে কথা গুলো বলেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।

জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নস্থ লামাপুঞ্জি নামক স্থানে আকিজ ফুড এন্ড বেভারেজ এর পরিবেশক হিসাবে জাফলং বাজারের দুজন ব্যবসায়ী গাড়ীযোগে বিভিন্ন বাজারে পন্য সামগ্রী দোকানে দোকানে সরবরাহ করে বিক্রিত পন্যের টাকা সংগ্রহ করে ফেরার পথে ৫/৬ জনের ডাকাত দল ছুরি দিয়ে ব্যবসায়ীদের আহত করে নগদ লক্ষাধিক টাকা লুন্ঠিত করে পালিয়ে যায়।

এঘটনার সাথে জড়িত সন্দেহে পরিবেশক ব্যবসায়ীর ড্রাইভারকে থানায় নিয়ে আসলে ঘন্টা ব্যাপী জিজ্ঞাবাদ শেষে জানা যায় উক্ত ড্রাইভারই ডাকাত দলের অন্যতম সহযোগী সদস্য।

এর পর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সিলেটের সু্যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে বিষয়টি অবহিত করলে তিনি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁরই নির্দেশনায় গোয়াইনঘাট-কম্পানীগঞ্জ সার্কেল মোঃ নজরুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের স্বার্বিক তত্বাবধানে টিম গোয়াইনঘাট থানা পুলিশ আজ বুধবার উপজেলা বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৫ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

অভিযানকালে থানার সেকেন্ড অফিসার এসআই/ যীশু দত্ত, এসআই আবুল হোসেন , এসআই মতিউর রহমান , এসআই মাছুম এবং এএসআই  রুহুল, রাজীব, মো; সালাহ উদ্দিন, মশিউর রহমান’র তৎপরতায় বিরামহীন পুলিশি অভিযানে একে একে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আলীরগাঁও ইউনিয়নের হাতির পাড়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র মোঃ রাহিম আহমদ(২০), ফয়েজ উল্লাহর পুত্র সোহেল আহমদ (১৯), ইসমাইল আলীর পুত্র শাহীন আহমদ (১৮), পার্শ্ববর্তী রাউত গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আনোয়ার হোসেন (২৯), বশির উদ্দিনের পুত্র আফজল হোসেন(২৮)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ৫ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে বলেন, যে কোন অপরাধ ও অপরাধী নির্মুলে গোয়াইনঘাট থানা পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে। এরই আলোকে থানা পুলিশ ঘটনার ২৪ঘন্টার ভিতরে ডাকাতদ্বয়কে আটক করতে সক্ষম হয়েছে। সেই সাথে যে কোন অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ৫ডাকাত থানা হাজতে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *