ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে সোমবার (৩১ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এ ধাপের ইউপি নির্বাচন। ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় শুরু হয় গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন। অপর দিকে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীকে বিজয় লাভ করেছন।এদিকে দুই ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ছিলো চোখে পড়ার মতো। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার থেকেই প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তার চাদর দিয়ে মোড়ানো ছিল প্রতিটি ভোট কেন্দ্র। থানা পুলিশের পাশাপাশি এতে র্যাব ও আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, নির্বাচনকে নির্বিঘ্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিলো সকল নির্বাচনী এলাকায় তৎপর। ভোট গ্রহণ থেকে গনগনা পরে রেজাল্ট প্রকাশের পর পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।
