গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে মালেকা বেগম ও হাসিনা বেগম নামের দুই নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনের ফাঁসি ও অপর একজনকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।ফাঁসির দন্ডপ্রাপ্ত মখলিছ ওরফে মখন (৫৫) গোয়াইনঘাট উপজেলার পানথুমাই গ্রামের মৃত আছকর আলীর ছেলে । এছাড়া তার স্ত্রী রাহেলা বেগমকে (৪৮) তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।জানাযায়, ২০১৪ সালের ২৫ এপ্রিল দুপুরে স্থানীয় পিয়াইন নদীর পাড়ে মৃর্তা বেত বাগানে কাজ করতে যান গোয়াইনঘাট উপজেলার পানথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম(৪৫)। এই মুর্তা বাগান নিয়ে একই গ্রামের মখলিছ আলী ওরফে মখনের সাথে তাদের পুর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে ওইদিন দুপুর ১২টার দিকে মখলিছ মিয়া কোদাল দিয়ে কুপিয়ে মালেকা বেগম ও হাসিনা বেগমকে হত্যা করেন। এসময় মখলিছেন স্ত্রী রাহেলা বেগম মামলার আলামত কোদাল লুকিয়ে রাখেন এবং আলামত নষ্ট করার চেষ্টা করেন। এ ঘটনায় পরদিন নিহত হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর বাদী হয়ে চারজনকে আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
