গোয়াইনঘাট প্রতিনিধি:: অজপাড়াগাঁয়ে শিক্ষার দূতি ছড়াতে যাত্রা শুরু করেছে একটি মাধ্যমিক বিদ্যালয়। স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়ে ইতিপূর্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের লেংঙ্গুড়া গ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী তাহির আলী-নুরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে । খুব শীঘ্রই ঐ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে এই গ্রামের মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীরা প্রায় ৩-৪ কিলোমিটার দুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ই হলো তাদের উচ্চ শিক্ষার একমাত্র ভরসা। এসব মাধ্যমিক বিদ্যালয় গুলোতে পড়ালেখার মান প্রশংসনীয় হলেও একটি নিজ গ্রামে মাধ্যমিকের প্রয়োজনীতা স্বাধীনতার ৫০ বছরেও পুরণ হয়নি। যুগযুগ ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের দুর্দশা দেখেই যাচ্ছে এলাকার সচেতন মহল। সামর্থ্য থাকলেও সাহস করে কেউ এগিয়ে আসছেনা এমন মহতি উদ্দ্যেগ নিতে। শিক্ষার প্রসারে লেঙ্গুড়া গ্রাম আরোও এগিয়ে যাবে এমন প্রত্যায় সর্বমহলের । সর্বাপরি সকলের সহযোগিতা চেয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী তাহির আলী। বহুল প্রতিক্ষিত এই মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের সীমা নেই। দুই এলাকার শিক্ষার্থীদের জন্য এটি দীর্ঘদিনের স্বপ বাস্তবে রূপ নিচ্ছে। গতকালই এই বিদয়ালয়টির অগ্রগতি পরিদর্শনে যান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী তাহির আলী, তার সুযোগ্য সন্তান গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক খছরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার, মোঃ আবুল কালাম, মোঃ রশিদ আহমদ, ইসমাই আলী, মোঃ আব্দুর রব,মোঃ খয়রুল্লাহ, সাঈদুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ।
