গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটের সদ্য বিদায়ী ইউএনও নাজমুস সাকিব নবাগত ইউএনও তাহমিলুর রহমানকে ফুল দিয়ে বরন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক ::  সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকৃত ইউএনও তাহমিলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। সেই সাথে আনুষ্ঠানিকভাবে গোয়াইনঘাটের সকল দ্বায়িত্ব হস্তান্তর করেছেন ইউএনও নাজমুস সাকিব।মঙ্গলবার সন্ধা ৭টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবকের কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।  এসময় গোয়াইনঘাট উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরাধমুক্ত গোয়াইনঘাট গড়ার প্রত্যয় নিয়ে বিস্তর আলোচনা করেন এ কর্ণদ্বারদ্বয়। সেই সাথে সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক সংঘটনকে সাথে নিয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে কাজে লাগিয়ে মডেল উপজেলা বিনির্মানের অঙ্গিকার ব্যক্ত করেন নবাগত ইউএনও তাহমিলুর রহমান।উল্যেখ্য ২৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়াইনঘাটের ইউএনও মোঃ নাজমুস সাকিবকে দ্বিতীয় সচিব পাসপোর্ট ও ভিসা ইয়ং বাংলাদেশ এসিস্ট্যান্ট হাইকমিশনার বার্মিংহাম যুক্তরাজ্য বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *