গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে অসহায়দের পাশে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করুণা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের গোয়াইনঘাটে বাড়িতে অবস্থানকারী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। বাড়িতে আটকে পড়ার কারণে বেকার হয়ে পড়া কর্মজীবী এসব মানুষের জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে সরকারি সাহায্য পৌঁছে দেয়া হয়। শনিবার গোয়াইনঘাটে অসহায় ২৮ পরিবারের কাছে ছুটে গিয়ে চাল,ডাল,আলু,তেলসহ নিত্য ভোগপণ্য দিয়েছে প্রশাসন। সকাল ৯ টায় গোয়াইনঘাট উপজেলার অসহায় ২৮টি অস্বচ্ছলতাঘেরা পরিবারের তালিকা অনুসারে তাদের পরিবারের গিয়ে এসব খাদ্য সামগ্রী সহ সাহায্য হাতে তুলে দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। এসময় তিনি হতদরিদ্র এসব খেটে খাওয়া মানুষজনদের আরও সহযোগীতা প্রয়োজন হলে দেয়া হবে বলে আশ্বস্হ করেন এবং সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন।

করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে গণসচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের তরফে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুজন কাপড় ব্যবসায়ীকে ন্যূনতম ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে টহল আরও জোরদার করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় জাফলং, মামার দোকান, মোহাম্দপুর, রাধানগর হয়ে সালুটিকর পর্যন্ত সেনাবাহিনীর টহল চোখে পড়ে।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করুনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং এ থেকে গোটা জাতিকে রক্ষায় সরকারের নির্দেশনায় জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থানের নির্দেশ মানতে এবং কইরো করনা ভাইরাসের ব্যাপারে গনসচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নিতান্তই অসহায় এমন ২৮টি পরিবারকে বাড়িতে গিয়ে সহযোগিতা করা হয়েছে । করোনা ভাইরাসের ভয়াবহতায় ও সংক্রমণরোধে গণসচেতনতা সৃষ্টিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে জনসাধারণের প্রতি নির্দেশ দেন তিনি। আজ গোয়াইনঘাট বাজারে ফার্মেসিগুলোতে সাদা রংয়ের গোল বৃত্ত দিয়ে অংকন কার্যক্রমেরও সূচনা করেন ইউএনও মোঃ নাজমুস সাকিব।

তাছাড়া জনসাধারণের মধ্যে সরকারি খরচে দেড় হাজার মাস্ক ও ১ হাজার হ্যান্ড গ্লাভস বরাদ্দ করা হবে অবহিত করেন তিনি। দিনভর এসব কর্মসূচিতে তার সাথে ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম নূর হোসেন নির্ঝর,সাংবাদিক মোঃ করিম মাহমুদ লিমন,ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের এএসআই আবু সালেহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *