ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।বুধবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম’র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে দলের অন্যান্য নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান।শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রথম কাউন্সিলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শামসুল হককে যথাক্রমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তখন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন কারাগারে বন্দি। বন্দি অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে প্রথম কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৫৩ সালে ময়মনসিংহে দলের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেল ৬টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য দেব ব্রত ভট্রাচার্য, নিত্যানন্দ দাস নিতাই, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, সাধারন সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমূখ।
