গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মুজিবের গণসংযোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটের ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত ও নৌকা প্রতিকধারী আলহাজ্ব মুজিবুর রহমান গণসংযোগ প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। বুধবার বিকেল ৩টায় ইউনিয়নের শনিগ্রাম থেকে শুরু করে আশপাশের বিভিন্ন গ্রামে গণসংযোগ,প্রচারনা চালান তিনি। এসময় তিনি চলমান উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে ওঠে সবাইকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি। অবহেলিত লেঙ্গুড়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় এরই লক্ষে আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে তাকে নির্বাচিত করতে আহবান জানিয়ে তিনি বলেন,আপনারা নৌকায় ভোট দিন, অসমাপ্ত সকল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকারের মনোনীত প্রতিক নৌকার বিজয়ে আপনার মহামূল্যবান ভোট চাই। সরকার আওয়ামীলীগ। স্হানীয় সাংসদ ও সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীও সরকারের সমর্থিত। তাই এই আসনের অন্যতম ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন পেতে সরকার সমর্থিত প্রার্থী বিজয়ী করণের কোন বিকল্প নেই। তাই আমাকে দেয়া সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার দেয়া উপহার নৌকা প্রতিককে বিজয়ী করে উন্নয়ন আদায় করে নিন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে দ্রুততার সহিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি চেয়ারম্যান হলে অহিংস ও সহনশীলতার সহিত ইউনিয়নের জনসাধারণের প্রতি সেবার মানসিকতা দেখাবো। গণসংযোগ চলাকালে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউনুস আলী কালা মিয়া,সাধারণ সম্পাদক আঃ শুকুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মাসুক আহমদ, আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন, জিয়াউর রহমান, ফয়জুর রহমান,আঃ জলিল,আবুল কাশেম, ময়নুল ইসলাম, রুবেল আহমদ, ছাত্রলীগনেতা সুমন আহমদ, বকুল আহমদ নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *