গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, দেশের চলমান ক্লান্তি লগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয়ের পক্ষ থেকে সারা দেশের ন্যায় গোয়াইনঘাট উপজেলার গরিব ও দুস্থ ভিডিপি’র সদস্য/ সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে ভিডিপি সদস্যদের মাঝে এক প্রাণ ফিরে পাওয়া। ঝুঁকি পূর্ণ করোনাভাইরাস পরিস্থিতিতে আনসার ভিডিপি সদস্যরা অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এই মহামারী পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা আনসার ভিডিপির তত্ত্বাবধানে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গরিব ও দুস্থ ভিডিপি’র সদস্য/ সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জৈন্তাপুর উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক আবদুল কাদির ও প্রশিক্ষিকা মকুল খানমসহ গোয়াইনঘাট উপজেলার সকল দল নেতা/ নেত্রী ও আনসার কমান্ডারগন প্রমূখ।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জৈন্তাপুর উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, কোভিট ১৯ বা করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মুহুর্তে কোটি কোটি মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি উপজেলার ৩শত জন অসহায় ও দূঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।এর ধারাবাহিকতায় মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা ৩শত জন ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *