গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বৃহস্পতিবার দেশজুড়ে নানা আয়োজনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো বৃহস্পতিবার সকাল ১১টায় মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ শামিম আহমদের পরিচালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর’র সভাপতিত্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। এসময় তিনি বলেন, মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়েছে। পৃথিবী জুড়ে নারী-পুরুষ বৈষম্য দূর এর লক্ষ্যে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালিত হয়। বাংলাদেশে দিবসটির এ বছরের প্রতিপাদ্য কন্যা শিশু দিবসটির প্রতিপাদ্য নির্ধারণের উপর আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিয়া বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *