সারাদেশ হোম

গোয়াইনঘাটে উৎসাহ উদ্দীপনা আর উপচেপড়া ভিড় উপেক্ষা করে টিকা গ্রহন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সারা দেশেরন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড় আর উৎকন্ঠা ছিলো চোখে পড়ার মাতো। শনিবার সকাল ৯টায় গণটিকাদান কার্যক্রমে টিকা গ্রহণে আগ্রহী নারী ও পুরুষের ভীড় ছিল লক্ষনীয়। করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটে গণটিকাদান কার্যক্রমে এভাবেই গণজোয়ার তৈরি হয়েছে। ২৫বছর থেকে ঊর্ধ্ব বয়সী নানা শ্রেণি পেশার মানুষ নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রতিটা টিকা কেন্দ্রে টিকা গ্রহিতাদের মধ্যে ব্যাপক আমেজ লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাইরে টিকা গ্রহণে আগ্রহী মানুষেরা সারি বেঁধে দাঁড়িয়েছেন। গণটিকা কার্যক্রম এ যেন মানুষের মধ্যে উৎসবের আমেজ নিয়ে এসছে। গোয়াইনঘাট উপজেলার টিকাকেন্দ্রে আসা আজির উদ্দিন, সুলেমান মিয়া, জাফর উল্লাহ, ককিল রাম দাস, সাবুল দাসসহ আরোও অনেকে বলেন, টিকা নিতে শুরু থেকেই আমার আগ্রহ ছিল। কিন্তু কিভাবে যেন নিবন্ধন করতে হতো আমাদের জন্য এগুলো একটু ঝামেলার। এখন একেবারে সহজ পন্তায় নিজের ইউনিয়নে টিকা দেয়া শুরু হয়েছে। তাই সকাল সকাল টিকা নিতে চলে এসেছি। সরকারঘোষিত গণটিকা দান কার্যক্রমের অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়নে শনিবার (৭আগস্ট) সকাল ৯টায় একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সোনারহাট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে সরজমিন পরিদর্শনকালে দেখা যায় কয়েকশ’ মানুষ জড়ো হয়েছেন টিকা গ্রহণের জন্য। কিন্তু সার্ভার ডাউন থাকায় রেজিস্ট্রেশনে কিছুটা সমস্যা হওয়াতে আইডি কার্ড দিয়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রে ২টি পুরুষ ও ২টি মহিলা মোট ৪টি বুথের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে তবে বাড়ির কাছে টিকা দিতে পেরে সবাই খুব খুশী।গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. রেহান উদ্দিন জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত পুরো উপজেলায় ভ্যাকসিন নিয়েছেন প্রথমডোজ ৫ হাজার ১০১জন, দ্বিতীয় ডোজ ১হাজার ১১৪জন। এদিকে উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আং ছালাম, সোনার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী সুমন, যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ, যুবলীগ নেতা সালেহ আহমদ, ইউপি সদস্য আব্দুল মমিন।উল্লেখ্য আজ শনিবার (৭আগস্ট) থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রমে সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে এবং গণটিকা কার্যক্রম আগামী ১২আগস্ট পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *