গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘ খাসমৌজা’র উদ্যোগে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপে গৃহবন্ধি অসহায়, দিনমজুর, গরীব পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংঘের সভাপতি মোঃ সাইদুর রহমান করোনাভাইরাস পরিস্থতি সম্পর্কে এলাকার অবস্থান জানার ইচ্ছা পোষন করলে পরে তাহার জরিপে সংঘের সহ-সভাপতি তানজিম আহমেদ বলেন ২১এপ্রিল দিবাগত রাতে আমরা আমাদের এলাকা জরিপ করে দেখলাম অনেক অসহায় পরিবার না খেয়ে বা অতি কষ্টের দিনযাপন করছেন। সংঘের সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন দেশের এ ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের মত সংঘটনকে এগিয়ে আসা প্রয়োজন। তাই তাৎক্ষনিক জরুরী সভার মাধ্যমে সংঘের সভাপতি জনাব সাইদুর রহমান, সহ-সভাপতি তানজিম আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ত্রাণ সামগ্রী সংগ্রহ করে করে বিতরণে অংশ গ্রহণ করি।

এসময় ঊষার আলো সংঘের সাধারণ সম্পাদক, মারুফ আহমেদ অর্থ সম্পাদক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, রাসেল আহমদ, প্রচার সম্পাদক, গোলাম কিবরিয়া, সম্মানিত সদস্য সাদিকুর রহমান, আং রহিম, আলী আহমদ, সাদিকুর রহমান-২ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। মহতি উদ্যোগ গ্রহন করে পরবর্তী ২৪ ঘন্টার বুধবার দিবাগত রাতে অসহায় পরিবারদের মধ্যে খাদ্য-ত্রান সামগ্রী পৌছে দিয়ে তাদের উদ্যোগ বাস্তবায়ন করেন। ত্রাণ বিতরণ সম্পন্ন কালে সংঘের উপদেষ্টা, পরিচালনা কমিটি,সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ’র প্রিন্সিপাল মোঃ নুর উদ্দীন বলেন- ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের এমন মহতি কাজে আমি গর্বিত, কেননা তারা হিন্দু মুসলিম ভেদাভেদ ভূলে সঠিক ভাবে বন্টন করেছেন। ফেরদৌস চিক্স ফিড সেন্টার’র প্রোপ্রাইটর কবির আহমদ বলেন- ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘ পরিবারের সকলেই আমার অনুজ। তাদের এমন মহতি উদ্যোগ আর সমবন্টনে আমি হতবাক। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর ভাবে সকল কার্যক্রম বাস্তবায়নে আমি খুব আনন্দিত। কেননা তারা দলমত ব্যাতিরেকে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জ্ঞাপনসহ সমাজের বিত্তবানদের সহযোগীতা ও উন্নয়নমূলক কাজের পরামর্শ এবং ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *