গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে ঋনের চাপ সইতে না পেরে বিষপানে কৃষকের আত্মহত্যা

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে বিষপান করে উকিল আলী (৫২) নামে এক কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। পরিবারের দাবি তিনি ঋনের চাপে বিষপানে আত্মহত্যা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুরের দিকে উপজেলার মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর- কাপাউরা রাস্তার উপর অচেতন অবস্থায় উকিল আলীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উকিল আলী উপজেলার কাপাউড়া গ্রামের মৃত আসদ আলী’র ছেলে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মহন রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহত উকিল আলীর ছেলে ইকবাল আহমেদ সাংবাদিকদের জানান, তার বাবা অভাব অনটনের কারণে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা ধার করে খেতে কৃষিকাজ করত।সম্প্রতি পাওনা দারেরা টাকার জন্য চাপ দিলে তিনি দিশেহারা হয়ে পড়েন। যে কারণে বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন। গোয়াইনঘাট থানার ওসি কে.এম. নজরুল কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *