গোয়াইনঘাট প্রতিনিধিঃ বর্তমান বাজার দরের সাথে এলজিইডির সিডিউল রেইটের সামঞ্জস্য না থাকায় কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোশিয়শন গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় সভায় এলজিইডির আহব্বানকৃত কোন দরপত্রে অংশগ্রহন করবেন না বলে এ সিদ্ধান্ত গ্রহন করেছেন এসোশিয়শনের ঠিকাদাররা।
বৃহস্পতিবার ১সেপ্টেম্বর সকাল ১১টায় এলজিইডি হলরুমে এশোসিয়েসনের সভাপতি মোঃ লুৎফুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অনুপকান্তি দে বুধনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা এশোসিয়েশনের ২৫ আগস্টের সভার সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষন করে আগামী ৩০সেপ্টেম্বর পর্যন্ত এলজিইডির আহব্বানকৃত সকল দরপত্রে অংশ গ্রহন থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। দরপত্রের সিডিউল রেইটের সাথে বর্তমান বাজার মূল্যের সামঞ্জস্য না থকায় কন্ট্রাকটর ওয়েলফয়ার এসেসিয়েশন এ সিদ্ধান্ত গ্রহন করে। পরবর্তীতে জেলার সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি নেয়া হবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।