গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে এশিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট’র উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি:: এশিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (এআইএম) অ্যালামনি এসোসিয়েশন অফ বাংলাদেশ ঢাকা’র সকল সদস্যদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলার এস.এস.সি (২০২২) পরীক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলাস্থ গোয়াইনঘাট মডেল সরকারি হাইস্কুল ও গুরকচি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের মধ্যে পৃথক পৃথক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় গোয়াইনঘাট সরকারি মডেল হাইস্কুলের ২৫জন পরিক্ষার্থীদের মধ্যে এবং গুরকচি উচ্চবিদ্যালয়ে দুপুর ১২ঘটিকার সময় ৩০জন এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকের মাঝে নগদ ১,০০০(এক হাজার টাকা) করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নগদ অর্থ সহায়তা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাহিম সারোয়ার বলেন, দুর্যোগ কালীন সময়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এআইএম।বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এআইএম’র ভূমিকা সত্যি প্রসংশার দাবি রাখে। সহায়তা বিতরণকালে দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় এআইএম’র উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী সময়ে অঝোপাড়া গাঁয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অসামান্য অবদান রেখেছেন এজন্য আমরা সত্যিই মুগ্ধ। সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত ভট্টাচার্য্য এবং গুরকচি উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ হোসেইন আহমদ। এআইএম’রর পক্ষে এসময় উপস্থিত ছিলেন এফআইভিডিবি কর্মকর্তা মোঃ ফাহিম সারওয়াত, উপজেলা সমন্বয়কারী নীহার সিংহ, ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান ও ফুজায়েল আহমদ।অপরদিকে গোয়াইনঘাট উপজেলার পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত ৫০জন এসএসসি পরীক্ষার্থীদের মধ্যেও প্রত্যেককে নগদ ১হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত বিতরনে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম, স্কুল কমিটির সদস্য কামরুল হামিদ, প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্রসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এফআইভিডিবি কর্মকর্তা মোঃ ফাহিম সারওয়াত। উল্লেখ্য যে উভয় উপজেলায় বিতরণ সমুহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ডঃ মোঃ মোজাফফর আহমেদ উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিতরনে সম্পৃক্ত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি এ.আই.এম এর একাডেমিক কার্যক্রম সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *