গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে এসডিএফের জীবিকা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেইলি গোয়াইনঘাট গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেছেন, সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে সু-সর্ম্পক ও সংযোগ স্থাপন করতে হবে। জীবিকা উন্নয়নে অতিদরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার পরিবেশ সৃষ্টি করে পরিবেশ বান্ধব উপায় উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এগিয়ে যাচ্ছে। তার সৈনিক হিসেবে আপনারা থাকবেন সামনে। মনে রাখবেন, নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করতে হবে আমাদের।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ-মন্ত্রনালয়ের একটি আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সিলট জেলা অফিসের আয়োজনে নতুন জীবন লাইভলিহুড ইমপ্র“ পমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) প্রকল্পের আওতায় জীবিকা উন্নয়ন বিষয়ে গোয়াইনঘাট উপজেলা স্টেকহোল্ডারস কর্মশালায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সিলেট জেলা জীবিকায়ন কর্মকর্তা সৈয়দ আল-মামুন প্রজেক্টর এর মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন সিলেট জেলা সমন্বয়ক শরিফুল আজাদ এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম,সমবায় কর্মকর্তা আবুল কাসেম ভুইঁয়া, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ,মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *