হোম

গোয়াইনঘাটে কমেছে বন্যার পানি দৃশ্যমান হচ্ছে গ্রামীণ রাস্তা দূর্ভোগের অন্ত নেই গ্রামবাসীর

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে ক্রমশই ফুটে উঠছে বন্যার ভয়াবহতা। উপজেলার ১২টি ইউনিয়ন জুড়ে অগণিত সড়ক এবং বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প বিনষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও এখনো নৌকা অথবা পায়ে হেটে যাতায়াত করতে হচ্ছে। আবার কোথাও দেখা গেছে পাঁকা সড়ক ভেঙ্গে বাঁশের সাঁকোতে করে জনসাধারণ চলাচল করছেন। উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বাস্তবায়িত আঁধা পাঁকা, পাঁকা সড়কসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক ক্ষতি সাধন করেছে পাহাড়ী ঢল সৃষ্ট বন্যা। এই বন্যায় গোয়াইনঘাটের এই ইউনিয়নে তেমনই ভেঙ্গে চুরমা হওয়া একটি সড়ক গতকাল চোখে পড়ে। ৯নং ডৌবাড়ী ইউনিয়নের জুগিরকান্দি-দিঘীরপাড়-কোওর বাজার-ঘোষগ্রাম-হাকুর বাজার সড়কটি দেখলে যেন মনেই হয় না ১৫ দিন আগেও সড়কটিতে চলছিল ইট সুড়কী আর পিচ ঢালাইয়ের কাজ চলছিল। ৮ শত ১৩ মিটারের এই সড়কটি উদ্বোধনের আগেই প্রলয়ঙ্কারী বন্যা বিনষ্ট করে দিয়েছে পানি কমে যাওয়ার পর ডৌবাড়ীর ঘোষগ্রাম এলাকায়।সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় সড়কটির নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টার প্রাইজের কর্ণধার মোঃ বদরুল ইসলাম শ্রমিক লাগিয়ে সড়ক থেকে ধান ক্ষেত, বাড়ীঘর, পুকুর, জলাশয়ে পড়ে থাকা ইট, ছুড়কী নির্মাণ সামগ্রী উত্তোলন করে স্তুব করে রাখছেন। ঠিকাদার বদরুল জানান, ৬৫লক্ষ টাকা ব্যয় মূল্যে সড়কটি টেন্ডারের মাধ্যমে তার প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা হয়। ইতোপূর্বে ৯০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছিল। মাত্র এক রাতের ভয়াবহ পাহাড়ী ঢল সৃষ্ট বন্যায় সড়কটি দুমড়ে মুচড়ে নিয়ে যায়। এলাকার সাবেক ইউ/পি সদস্য হাফিজ উল্লাহ্ জানান,সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় জন গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণ কাজ শেষের দিকে ছিলো। বন্যায় আমাদের যাতায়াতের এই পথটি বিনষ্ট করে দিয়েছে। ঘোষগ্রাম গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উমর আলী জানান,বন্যায় ক্ষতিগ্রস্থ এই সড়কটি আমাদের অত্রাঞ্চলের অগণিত গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো। বন্যায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় সড়কটির বিভিন্ন জায়গায় অগণিত ভাঙ্গন দেখা দিয়েছে। যানবাহনের পাশাপাশি পায়ে হেটে যাওয়াও বন্ধ হয়ে গেছে। পাঁকা সড়কটির ভাঙ্গনস্থল সমূহে এখন চলাচলে সাঁকো দিয়ে পার হতে হয়। এমন ভয়াবহ বন্যায় এ যাবত কালেও চোখে পড়েনি কখনো।৯নং ডৌবাড়ী ইউ/পি চেয়ারম্যান এম.নিজাম উদ্দিন বলেন, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের জুগিরকান্দি-দিঘীরপাড়-কোওর বাজার-ঘোষগ্রাম-হাকুর বাজার সড়ক, নিহাইন-ডৌবাড়ী রাস্তা, হাকুর বাজার-মানিকগঞ্জ রাস্তা, নিহাইন-সাতকুড়িকান্দি রাস্তাসহ বিভিন্ন পাঁকা ও আধা পাঁকা সড়কে ভয়াবহ ভাঙ্গন ও গর্তের সৃষ্টি হয়ে সরকারের উন্নয়ন প্রকল্পের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। সরেজমিনে পরিদর্শন সাপেক্ষ সড়ক সমূহের ক্ষয়-ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এবারের বন্যায় প্রতিনিয়ত ক্ষয়-ক্ষতি ভেসে উঠছে। প্রাথমিকভাবে ৮০/৯০ কোটি ধরা হলেও ক্ষতির পরিমাণ ১ শত কোটিও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *