ডেইলি গোয়াইনঘাট ডেস্ক : গোয়াইনঘাটে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ, ডাক্তারসহ সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।মঙ্গলবার নতুন করে আরও ৮জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ কর্মকর্তা, নার্স ও ক্লিনারও।
এ নিয়ে এ উপজেলায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫২জনের করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
ইতোমধ্যে করোনার ঝুঁকিপূর্ণ এলাকা চিহিৃত করে ১৬ জুন গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়ন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন, ৩নং পূর্ব জাফলং,৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নকে রেড জোন এবং আলীরগাঁওকে ইয়েলো জোন ঘোষণা করে প্রশাসন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা বাস্তাবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরণের কার্যক্রম চালানো হচ্ছে।