গোয়াইনঘাট

গোয়াইনঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতিগঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবানে। মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিলেটের গোয়াইনঘাটে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারী/২০২১) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের মানুষের খাদ্য নিয়ে কোনো দুঃশ্চিন্তা নেই। কিন্তু পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা ও নিরপদতা নিয়ে আমাদেরকে আরোও সচেতন হতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরো এগিয়ে নিতে সকলকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে দেশের বিভিন্ন পর্যায়ে আরোও বিস্তৃত করে সবার জন্য গুণগত মানের খাদ্য নিশ্চিত করা একান্তই প্রয়োজন।

নিরাপদ খাদ্য সিলেট জেলা অফিসার সৈয়দ সারফরাজ হোসেন’র পরিচালনায় এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা,খাদ্যের নমুনা সংগ্রহ সহকারী মোঃ জুয়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আফসর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাৎ তাসলিমা বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রমজান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কাশেম ভূইয়া, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আহমদ, নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল খয়ের প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *