গোয়াইনঘাট

গোয়াইনঘাটে চোরাই গাড়িসহ পুলিশের হাতে গ্রেফতার-২

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক ::        গোয়াইনঘাট থানা পুলিশের তৎপরতায় চোরাই গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলো সিলেটের জালালাবাদ থানার পাগইল পূর্বপাড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র মোঃ রাসেল আহমদ(২১),  উমারগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত বশর মিয়ার পুত্র মোঃ আল- নোমান(২৩)।

পুলিশ সূত্রে জানাযায়, গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের আতাউর রহমানের পুত্র মোঃ আব্দুল মতিন। গত ২নভেম্বর ২০১৯ইং রাত আনুমানিক ৯টায় গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নে স্ট্যান্ডস্থ দুলাল মিয়ার ফার্মেসী এর সামনে। গোয়াইনঘাট-সালুটিকরগামী পাকা রাস্তার পূর্ব পাশে একটি মাহিন্দ্র পিকআপ গাড়ি যান্ত্রিক ত্রুটির কারনে রেখে যান। পরদিন সকাল ৮টায় ত্রুটিকৃত গাড়ীটি নিতে আসলে সেখানে না পেয়ে তিনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোথাও না পেয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং ৩৪/২০২০। পরবর্তীতে চোরাইকৃত গাড়ী উদ্বারের জন্য গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ  মামলাটি সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ আহমদের কাছে হস্তান্তর করা হলে। এসআই খালেদ আহমদ সঙ্গীয় ফোর্সদের নিয়ে সিলেটস্থ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত কুড়িরগাঁও ব্রিজের পাশে পাকা রাস্তায় উপরে উল্লেখিত চোরদ্বয়সহ হাতেনাতে গ্রেফতার করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ডেইলি গোয়াইনঘাটকে জানান, চোরাইকৃত গাড়িটি উদ্ধারের সময় পুলিশ গাড়ীচোর চক্রের দুুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। যে কোন অপরাধ নিরোধে পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত  মোঃ রাসেল আহমদ (২১), মোঃ আল-নোমান (২৩)কে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *