Uncategorized

গোয়াইনঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ন্যা দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক ::  টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটে ১৫ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দী মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেটের সু্যোগ্য জেলা প্রশাসক কাজী এমদাদুল হক। বিপদ সীমার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার ফলে উপজেলার প্রধান প্রধান সড়কপথসহ গ্রামের মেঠোপথের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশের মতো সিলেটেও কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। আর এসময় অসহায় পানি বন্দী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট জেলা প্রশাসক। কাজী এমদাদুল হক।মঙ্গলবার ১৪জুলাই সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কালে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক বলেছেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসলে বন্যার্ত মানুষ গুলো পানি বন্দী অবস্থায় অন্তত একটু সহায়তায় পেয়ে পারিবার পরিজন নিয়ে বন্যা কালীন সময়টা উত্তরন করতে পারবে।

এদিকে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে  সারী-গোয়াইনঘাট, গোয়াইনঘাট -ফতেহপুর ও রাধানগর-গোয়াইনঘাট- রুস্তমপুর এবং সালুটিকর গোয়াইনঘাট সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে গত ৫/৭দিন থেকে উপজেলা সদরের সঙ্গে যানবাহন চলাচল সম্পুর্নরুপে বন্ধ রয়েছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এসব সড়কের উপর দিয়ে কোথাও কোথাও দুই থেকে তিন ফুট উচ্চতায় পানি প্রবাহিত ছিল। বসতবাড়িতে পানি উঠার কারণে পানিবন্দি হয়ে গবাদি পশু নিয়ে এখনো বিপাকে রয়েছেন স্থানীয়রা। বসতবাড়ির পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যায় প্লাবিত রয়েছে।

ক’দিনের ভারী বর্ষণে এবং সারী, গোয়াইন, ডাউকি ও পিয়াইন নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ৯জুলাই বৃহস্পতিবার থেকে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল গুলোতে বন্যার পানি ব্যাপক আকারে বৃদ্ধি পেতে থাকে। শুক্রবার সকাল পর্যন্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান, মমিনপুর, আসাম পাড়া, আসাম পাড়া হাওর, ছৈলাখেল অষ্টম খন্ড (আংশিক এলাকা) নবম খন্ড, সানকিভাঙ্গা, নয়াগাঙের পার, বাউরবাগ হাওর, ভিত্রিখেল হাওর, আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর, তিতকুল্লিহাওর, বুধিগাঁও হাওর, রাজবাড়ি কান্দিসহ পশ্চিম জাফলং, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাটসহ বাড়িঘর প্লাবিত রয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আলমগীর হোসেন,  গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,  পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. আবুল খায়ের, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ড সদস্য/ সদস্যাবৃন্দের উপস্থিতিতে শুকনো খাবার, ডাল, চিড়া চিনি, মুড়ি, গুড় ও তেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *