ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নে একটি অসহায় পরিবারের বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে।জোরপূর্বক জায়গা দখলের চেষ্টায় মোঃ আতাউর রহমান বাদী হয়ে বিঞ্জ আদালতে একটি নালিশা মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা করেও বিবাদীদের হুমকি আর প্রান নাশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে অন্যত্র এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন ভুক্তভোগী ঐ পরিবার।মামলার এজাহার সূত্রে জানাযায়, তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের ভুক্তভোগী আতাউর রহমান (৭০)’র বাড়ির সীমানা নিয়ে দির্ঘদিন থেকে পার্শ্ববর্তী বাড়ির আমির উদ্দিন গংদের সাথে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের দরে উত্তরাধিকার সূত্রে পাওয়া নিস্কন্টক জমিতে তৈরিকৃত সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক উচ্ছেদ করে দখলের চেষ্টা লক্ষ্যে গত ৯অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বিবাদী আমির উদ্দিন গং তার দলবল নিয়ে অসহায় আতাউর রহমান’র বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়ির পাকা সীমানা ভাংচুর করেন। এসময় আতাউর রহমান বিবাদীদের এহেন কার্যক্রম বন্ধে বাধা প্রদান করিলে আমির উদ্দিন গং আতাউর রহমান (৭০), এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায় আতাউর রহমান ও তার স্ত্রীকে গুরুতর আহত করে বাড়ির পাকা সীমানা ভাংচুর করে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকে বসলেও কোন নিষ্পত্তি না হওয়ায় আতাউর রহমান (৭০) বাদী হয়ে আমির উদ্দিন (৫০), গিয়াস উদ্দিন (৪০), ফরিদ উদ্দিন (৪৫), নাজিম উদ্দিন ( নাইমুল) (৫৫) সর্ব পিতা আবদুল বারী, একই গ্রামের নূর উদ্দিন’র পুত্র আবুল হোসেন (৩৫), মুঈন উদ্দিন’র পুত্র মাসুক আহমদ (৪০), কয়েছ আহমদ (২৭), সুমন আহমদ (২৪) পিতা নাজিম উদ্দিন, বিলাল উদ্দিন (৩০), আশিক মিয়া (৩২) উভয় পিতা আব্দুল মতিন, পাইকরাজ গ্রামের মন্তাজ আলীর পুত্র আব্দুল গফফার (৩৫)’কে আসামী করে সিলেটের বিঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী আতাউর রহমান প্রতিবেককে জানান, আমার পৈত্রিক সুত্রে পাওয়া জায়গায় দির্ঘদিন দিন থেকে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছি। কিন্তু সম্প্রতি সময়ে আমির উদ্দিন গং আমার বাড়ীটি জোরপূর্বক দখল করে আমাকে উচ্ছেদ করতে মরিয়া উঠেছেন। এ ছাড়াও এলাকার হতদরিদ্র নিরাপরাধ লোকজনকে বিভিন্ন সময় আসামী করে মিথ্যা মামলা ও হয়রানী করছেন আমির উদ্দিন ও আব্দুল মতিন গং। আব্দুল মতিন এলাকার একজন চিহ্নিত অপরাধী। এছাড়াও তার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগও রয়েছে গ্রাম্য সালিশদের কাছে।
তিনি আরোও জানান, এলাকার স্থানীয় লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্য থেকে শুরু করে সবাই জানে জমিটি আমার মৌরসি সম্পত্তি। কিন্তু তারপরও ভূমিদস্যু চক্রটি পরিকল্পিতভাবে বাড়িটি দখলের চেষ্টা করছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। প্রাণে বাঁচতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতে মামলা দায়েরের পর থেকে আমি (আতাউর রহমানসহ) আমার পরিবার পরিজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন আসামিরা। যার ভয়ে বাড়ি ছাড়া হয়ে অন্যত্র এক আত্মীয়ের বাড়িতে রয়েছি। যে কোন সময় আসামীরা আমিসহ আমার পরিবারের উপর বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। ভুক্তভোগি পরিবার এবং স্থানীয় কয়েকজন জানান, হামলার মূল পরিকল্পনাকারী এবং জমি দখল চেষ্টার নেতৃত্বদানকারী আমির উদ্দিন ও গিয়াস উদ্দিন তাদের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।