ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: নিম্ন আয়ের মানুষ ছোটছেনা ত্রাণের খোঁজে,ত্রাণ নিয়ে হাজির সরকার গরিবের ঘরে ঘরে- সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারর ত্রাণ তহবিল হতে করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা গৃহবন্দী অসহায়দের মাঝে ১০কেজি করে চাল এবং ৩০পরিবারকে শুকানো খাবার বিতরণ করা হয়েছে।
আজ ৭ই এপ্রিল (মঙ্গলবার সকাল ১১টায় ডৌবাড়ী ইউনিয়ন পরিষদে ৪শত গরিব পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন,ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডৌবাড়ী ইউ/পি ট্যাক্স অফিসার মো: নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদ উল্লাহ, সেক্রেটারি মিসবাহ উদ্দিন,ইউপি সদস্য হাবিজ উল্লাহ,শহিদু রহমান,বিমল চক্রবর্তী,জয়নাল আবেদিন,তৈয়বুর রহমান,কাওছার আহমদ,আজিজ উল্লাহ,মুতাহির রহমান, আওয়ামীলীগ নেতা বিকাশ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আবু তায়েফ,কামরুজ্জামান, ইমাম উদ্দিন,প্রমুখ।
সারা বিশ্ব থমকে গেছে,বন্ধ হয়ে গেছে অর্থনীতির চাকা। দোকানপাট,ব্যাবসা বানিজ্য নেই,?ঘুরছেনা আর শিল্প-কলকারখানা ও গাড়ীর চাকা। করোনা নামক এই প্রানঘাতি ভাইরাসের সংক্রমণের কারনে সারা বিশ্ব আজ স্তব্ধ । বাংলাদেশেও দেখা দিয়েছে। এই ভাইরাসের প্রার্দুভাব বাড়ছে ঝুঁকির আশংকা। পরিস্থিতি সামাল দিতে সরকার হার্ডলাইনে।
ভাইরাসের বিস্তার রোধে সরকার সব ধরনের জনসমাগম বন্ধ রাখার জন্য গণপরিবহন,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এমন বাস্তবতায় ঘর বন্দী এখন মানুষ, সর্বস্তরের কর্মজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়ায় দেশব্যাপী নিম্নবিত্তদের সহয়তা করছে সরকার।