ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :– সিলেটের গোয়াইনঘাট থানাধীন তোয়াকুল ইউনিয়নের প্রকাশিত তুড়ুকবাগ হাওরের ঘোড়ামারা গ্রাম হইতে এক তরুণীর লাশ উদ্ধার করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত তরুণীর নাম হোসনা(১৫) পিতা আব্দুল জলিল।পুলিশ সূত্র জানায়, ৭ মে শুক্রবার রাতে নিহত মেয়ে (ভিকটিম) প্রতিদিনের মত পরিবারের সাথে ইফতার করিয়া যার যার ঘরে চলে যায়৷ নিহত মেয়ে ভিকটিমের পিতা স্থানীয় মুন্সির বাজারে তাহার স্ত্রীর জন্য ঔষধ আনতে যান। ঘরে আসিয়া মেয়েকে রোমে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরে তাহার মেয়েকে বাড়ির পশ্চিম পাশে বাশ ঝাড়ের সহিত বরাক বাশের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করিয়াছে বলে, ফোন দিয়ে সালুটিকর পুলিশ ফাঁড়িতে জানান। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সফিকুল ইসলাম খান বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র গোয়াইনঘাট সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত হুসনা বেগমের লাশ উদ্ধার করেন।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান বলেন, নিহত মেয়ের (ভিকটিমের) পিতার সনাক্ত মতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং উপস্থিতি সাক্ষীদের সাক্ষ্য গ্রহন পূর্বক লাশ ময়না তদন্তের জন্য যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণা করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ভিকটিম হুসনেয়ারা ধর্ষিত হয়েছে কিনা এবং ময়না তদন্ত শেষে ভিকটিমের ডিএনএ প্রোফাইল সংগ্রহ পূর্বক বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিসি বিভাগে সংরক্ষণ করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্তে গোয়াইনঘাট থানার অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ০৭ তাং ০৮/০৫/২১ ইং। মামলা তদন্তভার পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলাম খানের উপর অর্পণ করা হয়েছে।।
