ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজাঁসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপ পুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ আব্দুল হানিফ (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( 7আগস্ট ) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত এবং এসআই মাসুম আহমদ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দক্ষিণ প্রতাপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২কেজি গাঁজাসহ হানিফ আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, সিলেটর মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কেজি গাজাঁসহ এক যুবকে গ্রেফতার করেছে। আটক যুবকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাননীয় এসপি স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ সব সময় জিরো টলারেন্সে অবস্থান করছে। গোয়াইনঘাট থানাকে মাদক মুক্ত থানা গড়তে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।