ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ’র তত্ত্বাবধানে গোয়াইনঘাটের দিলদারের হাত কাটা মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় (১৫জুলাই) মামলার এজাহার নামীয় ১নং আসামী টেকনাগুল গ্রামের শাহ আলম’র পুত্র হুমায়ুন মিয়া (৩৫)কে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন সীমান্ত এলাকা হতে দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করছে গোয়াইনঘাট থানা পুলিশ।এ প্রসঙ্গে জানাতে চাইলে সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের আঃ মান্নানের ছেলে মাসুক মিয়ার সহিত একই গ্রামের মোছাঃ বেগমের বিবাহের পর হতে তার উভয় পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৯জুলাই সকাল বেলা দুধের পাতিল পরিস্কার করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যো ঝগড়া হলে এক পর্যায়ে মোছাঃ বেগম বাড়িতে চলে গেলে বেলা অনুমান ২ঘটিকার সময় মাসুক মিয়া তার স্ত্রীকে বাড়ী ফিরিয়ে আনতে গেলে পথিমধ্যে বেগমের পক্ষের কয়েক লোক জন মাসুককে গতিরোধ করে এলোপাথারী মারপিট করতে থাকে। এমন ঘটনা এলাকায় চাউর হলে মাসুকের ভাই দিলদার তাকে বাচাতে গেলে দা দিয়ে ডান হতে কোপ মারলে দিলদারের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় বিচ্ছিন্ন হাতসহ দিলদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে ভিকটিমের মা হোসনেয়ারা বেগম বাদী হলে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় একটি মামলা রুজু করা হয়। যার প্রেক্ষিতে গতকাল সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে ঘাতক হুমায়ুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, গোয়াইনঘাটের আলোচিত হাতকাট মামলার প্রধান আসামি হুমায়ুনকে দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা করে থানা হাজত গোয়াইনঘাট নিয়ে আসা হচ্ছে।