নিজস্ব প্রতিবেদক:: গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগীতায় গোয়াইনঘাট প্রেসক্লাবে নবীন সংবাদকর্মীদের পেশাগত মানউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি’র লক্ষ্যে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩আগষ্ঠ) সকাল ১০টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব সভাপতি এমএ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, আব্দুল মালিক স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মো. আলী হোসেন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য সম্পাদক শাহআলম, সদস্য দুর্গেস চন্দ্র বাপ্পি।
