গোয়াইনঘাট

গোয়াইনঘাটে নারী নির্যাতন ও যৌতুক মামলায়  আটক ২

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক ::           সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন যৌতুক ও নারী শিশু মামলায় ২জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,,থানার এএসআই সালাহ উদ্দিন, এএসআই সত্যজিৎ তালুকদার সঙ্গীয় ফোর্সদের নিয়ে রবিবার দিবাগত রাত ১২টায় গুরুকচি বাজার এলাকা থেকে চেরাগ আলীর পুত্র কামাল উদ্দিন ও রহাগ্রাম থেকে মৃত ইসমাইল আলীর পুত্র শওকত আলীকে আটক করতে সক্ষম হয়।

আটকৃতরা হলেন, উপজেলার লেংঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি গ্রামের চেরাগ আলীর পুত্র মোঃ কামাল উদ্দিন (৩৫)কে নারী শিশু ৪৮২/১৮ ইং মামলায় এবং ডৌবাড়ী ইউনিয়নের রহাগ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র শওকত আলী(৩৭) সিআর ২২২/১৯ ইং যৌতুক আইনের ০৩ ধারা মোতাবেক ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, আটকদ্বয়ের একজন যৌতুক লোভী স্বামী শওকত আলী এবং অপরজন নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছে।  যে কোন অপরাধ প্রবণতা দূরীকরণে থানা পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে। আজ থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *