ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: আসন্ন রমজান মাসকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে নিত্য পণ্যের মূল্য বেশি রাখার কারণে ও রমজান উপলক্ষে প্রত্যাকটি পন্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলা সদর ও গুরকচি বাজারসহ বিভিন্ন বাজারে নিত্য পণ্যের দাম বেশি নিচ্ছেন দোকানিরা মর্মে এমন সংবাদ চাউর হলে তাৎক্ষণিক তিনি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। গোয়াইনঘাট বাজার ও গুরকচি বাজারে অভিযানকালে কয়কেটি দোকনে চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন, রসুন, আদাঁসহ বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখার কারণে জরিমানা আদায় করা হয়েছে ।
এব্যাপারে ইউএনও নাজমুস সাকিব ডেইলি গোয়াইনঘাটকে জানান, দেশে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। অসাধু চক্রটি করোনা ভাইরাসের অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আদাঁ, রসুনসহ সব ধরনের পণ্যে পর্যাপ্ত পরিমাণে মূল্যবৃদ্ধির করেছে- এমন তথ্য পাওয়ার পর সাথে সাথে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৪টি মামলায় বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় কর হয়েছে। এসময় সকল দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার ক্রেতা ও বিক্রেতা ক্রয় বিক্রয়ে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এচাড়াও এসব অসাধু ব্যবসায়ী চক্রকে রুখতে মাঠে নামছে সিলেট জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ অহেতুক পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে কোনো প্রভাব পড়েনি বা পড়বেও না। কারণ দেশে ২৫ থেকে ৩০ শতাংশ পণ্য বেশি রয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এছাড়াও রমজান উপলক্ষে প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।
অভিযানকালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রমজান আলী, গোয়াইনঘাট থানার এসআই সুফিয়ান আহমদসহ সঙ্গীও ফোর্সগন।