গোয়াইনঘাট

গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে আটক ১৩

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::         সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক পৃৃথকভাবে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৩জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, থানার এসআই যিশু দত্ত,এসআই আবুল হোসেন,এএসআই হুমায়ুন,এএসআই রুহুল,এএসআই আতাউল গনি,এসআই মশিউর রহমান,এএসআই সুফিয়ানসহ  সঙ্গীয় ফোর্সদের নিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জোয়া খেলাবস্থায় এবং ওয়ারেন্টভুক্ত পালিয়ে থাকা আসামিদের আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।

আটকৃতরা হলো পরোয়ানাভুক্ত আসামি ১) আক্তার আলী, পিতা খলিলুর রহমান, সাং-কাকুনাখাই, ২) বাবুল আহমদ, পিতা- সমছুল হক, সাং-হুদপুর, ৩) নজমুল, পিতা- মাহমুদ আলী, সাং- পূর্ব মহিষখের, ৪) বশির উদ্দিন, পিতা- জমশেদ আলী, সাং-ঐ, ৫) আঃ হক, পিতা- মৃত ছমির আলী, সাং-ঐ, ৬) আলকাছ মিয়া, পিতা-সৈয়দ আলী, জুয়া মামলার ১) বাবুল মিয়া, পিতা-মৃত হবিবুর রহমান, সাং খুর্দা,২) মুছা মিয়া, পিতা- মৃত খলিলুর রহমান, সাং-পাচপাড়া, ৩) তছির আলি,পিতা-মৃত ইয়াকুব আালি, সাং-ঘোষগ্রাম, ৪) আতাউর রহমান,পিতামৃত রহমত উল্যা,সাং-উপর দুমকা,৫) আব্দুল হামিদ, পিতা-আয়ুব আলী, সাং-ঘোষগ্রাম।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তদারকিতে মাদক,জুয়া,নির্মুল তথা গ্রেফতারি পরোয়ানা তামিলের হার বৃদ্ধির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  পাশাপাশি    অপরাধ দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ স্বার্বক্ষনিক তৎপর রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *