Uncategorized

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে প্রায় আড়াই  লক্ষ টাকার ভারতীয় মদ আটক

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারতীয় অফিসার চয়েজসহ বিভিন্ন নামীয় ২৬৪ বোতল মাদ উদ্ধার করা হয়েছে।থানা পুলিশ সুত্রে জানাযায়, থানার এসআই যীশু দত্ত, এসআই আব্দুল মান্নান, এস আই মাসুম, এএসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই টিক্কার চর এলাকা থেকে ভারতীয় মদের এ চালানটি আটক করতে সক্ষম হন। এসম পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্তবস্থায় ২৬৪ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মদের অনুমানিক বাজার মূল্য ২লক্ষ ৬৮ হাজার ৪শত টাকা।

এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সত্যতা নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২৬৪ বোতল ভারতীয় মদ আটক করেছে। অপর দিকে মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *