গোয়াইনঘাট হোম

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে সালুটিকর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১আগস্ট) সকাল ৭টায় আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহরঘাটা থেকে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১আগস্ট) সকাল ৫টা থেকে আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটায় চেকপোস্ট বাসায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টীম। উক্ত চেকপোস্টে সকাল ৫ টা থেকে অবস্থান করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ভূইয়া,এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দীন, এএসআই মেহেরুল ইসলাম, কনস্টবল সবুজ পাটোয়ারী। সকাল ৭ টায় সিলেটগামী একটি সিএনজি যোগে ২৫ বোতল ফেনসিডিলসহ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আফতাব আলীর ছেলে সেলিম মিয়া(২৮)কে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত মাদক কারবারি জানায় সে, উক্ত ফেনসিডিল সিলেট শহরে বিক্রয়ের উদ্দেশ্য রওয়ানা হয়েছিলো।এব্যপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা হচ্ছে। তিনি জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *