গোয়াইনঘাট

গোয়াইনঘাটে অস্ত্র মামলার মুলহোতা জালাল আটক

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::         গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারিদের মূলহোতা জালাল উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।  আটক জালাল উদ্দিন গোয়াইনঘাটে অস্ত্র ও ভারতীয় চোরাকারবারিদের মূলহোতা।

পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার সোনারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি থানা পুলিশের অভিযানে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পাড় গ্রামের সাদ্দামের বাড়ি থেকে ২টি বিদেশি রিভলবারসহ আরব আলী (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং(১৫/১৯)।

সূত্রে আরও জানা গেছে, সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের দুই নেতা অস্ত্র নিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানায় আটক হয়। আটক হওয়ার কিছুদিন আগে সোনারহাট সীমান্তের লাখাট বাজারে আরব আলী ও জালালে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঐসময় জালাল আরব আলীকে বলছিলেন তোকে যে কোন কিছুর বিনিময় হলেও আমি দেখে নেবো। যার ফলে সুনামগঞ্জের ঐ দুই স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন জালালের বেশ কাছের লোক। বিদায় জালাল এদের দিয়ে আরব আলীকে অস্ত্র মামলায়  ফাঁসিয়েছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত  হিল্লোল রায়  জালাল উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *