Uncategorized

গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে এসআই আব্দুল মন্নান, এএসআই মো. রুহুল আমিন ও এএসআই মো. তমিজ মিয়া ওই দুই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মো. শিবুল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়। সে মৌলবীবাজার সদর থানার নাজিরাবাদ গ্রামের মো. শবিজ মিয়া ছেলে। বর্তমান সে গোয়াইনঘাট থানার জাফলং বল্লাঘাট মাষ্টারের কোলনীতে বসবাস করে।
অপরদিকে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় এএসআই মো. সালাহ উদ্দিন অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আসামী নাজমুল হককে (৩০) গ্রেফতার করেন। সে পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর (তামাবিল) গ্রামের সিরাজুল ইসলামের ইসলাম। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ ২জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *