আইন-বিচার গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি:: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামি থানা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোববার ভোর রাতে ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ’র নেতৃত্বে এসআই খালেদ, এসআই আবুল হোসেন, এসআই দেবজিৎ দাস, এসআই জুনেল, এএসআই মোস্তাক, এএসআই সালাহ উদ্দিন, এএসআই মশিউর রহমান, এএসআই সত্যজিৎ তালুকদার সহ বিভিন্ন দলে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচবলনা করে পলাতক ৮ জন আসমিকে আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার মিত্রিমহল গ্রামের মৃত আরফান আলীর পুত্র আব্দুল হান্নান (৪৪), পাঁচপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মইন উদ্দিন (৪৫) ও রহিম উদ্দিন (৪৮), রাউতগ্রামের আব্দুল মালিকের স্ত্রী মারিয়া বেগম (৪৫) ও জালাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (২৩), বুগইলকান্দ গ্রামের মৃত কটু মিয়ার পুত্র হারুন অর রশিদ (৩৭) ও সুফি মিয়ার পুত্র আব্দুর রহমান (২৩) এবং মৃত মইন উদ্দিনের পুত্র হেলাল আহমদ (৩০)। রোববার দুপুরে ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি গোয়াইনঘাট এমএ আহাদ আসামি আটকের সত্যতা নিশ্চিত করে জানান অপরাধ মুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *