গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ২৭জন পরোয়ানাভূক্ত আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার (১২নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। ধৃত আসামীরা হলেন আব্দুল গফুর, মনা মিয়া, আলেয়া বেগম, মুজিবুর রহমান, অলিউর রহমান, মোশারফ হোসেন, মোবারক হোসেন, হাবিবুর রহমান, হুসনা বেগম, তুলা বিবি, আকদ্দছ আলী, মোস্তাকির শিমুল, মো. বাবুল, নাছির উদ্দিন, ফিরোজ মিয়া, নুরু মিয়া, লেমন মিয়া, দুলাল মিয়া, রফিক মিয়া, মাসুক আহমদ, সিরাজ উদ্দিন, হোসেন আহমদ, মো. হোসেন মিয়া, আব্দুল জব্বার ও দুলাল আহমদ এবং জলাল উদ্দিন।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানাযায়, সিলেটের সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেলের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ গোয়াইনঘাট থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক, এসআই প্রলয় রায়, লিটন রায়, মতিউর রহমান, মাছুম আলম, শাহ আলম মিয়া, আব্দুল আহাদ, অজয় চন্দ্র রায়, এএসআই মশিউর রহমান, মারুফ আল মুকিত, তমিজ উদ্দিন, জামাল মিয়া, সত্যজিৎ তালুকদার, শ্রী দিবাস, বেলাল আহমদ, নয়ন রায় এবং সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়া, এসআই জহিরুল ইসলাম, মহি উদ্দিন, মেহেরুল ইসলাম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আসামীদের আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, শনিবার সকালে আটককৃতদের পুলিশ প্রিজন ভ্যানযোগে ও যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
