Uncategorized

গোয়াইনঘাটে পুলিশের হাতে ১৫লক্ষ টাকার ভারতীয় কসমেটিকসসহ আটক-২ অনটেস্ট ডিআই জব্দ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: করোনা ভাইরাস সংক্রমণে পুরো বিশ্ব যখন থমকে আছে ঠিক তখনই জৈন্তাপুর উপজেলার চোরাকারবারি দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ জাফলং জিরো পয়েন্ট দিয়ে বিজিবি সংস্যদের সাথে আতাত করে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মুভ, জনসন বেবি ক্রীম, বেটনোবেট ক্রিমসহ মোট ১৯,৪১৬ পিছ কসমেটিকসসহ দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক করা কসমেটিকসের বাজার মূল্য আনুমানিক ১৫লক্ষ টাকা।

পুলিশ সুত্রে জানাযায়, সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট হয়ে অবৈধভাবে দেশে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক পন্য বাংলাদেশে প্রবেশ করেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুৃম আলম ও এএসআই মোঃ সুফিয়ান মিয়া সঙ্গীও ফোর্সদের নিয়ে উপজেলার নবগঠিত পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পাচঁছেউতি বাজার সংলগ্ন বালুঘাট এলাকায় শুক্রবার (৫জুন) সকাল সাড়ে ১০টায় এক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে আটক করতে সক্ষম হই। এসময় কসমেটিক বহনকারী একটি অনটেস্ট ডিআই ট্রাক জব্দ করা হয়। আটকদ্বয়রা হলেন জৈন্তাপুর উপজেলার উপর শ্যামপুর গ্রামের আব্দুল মতিন’র পুত্র ইকবাল হোসেন (২০)একই গ্রামের আব্দুল মানিক’র পুত্র শামীম আহমদ(১৯)।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় ১৫লক্ষ টাকার কসমেটিকসসহ দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে জানান, করোনা ভাইরাস সংক্রমণে দেশ যখন টালমাটাল ঠিক তখনই চোরাকারবারি দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই মাসুৃম আলম, এএসআই মোঃ সুফিয়ান মিয়া সঙ্গীও ফোর্সদের নিয়ে এক অভিযান পরিচালনা করে কসমেটিকসসহ দুজনকে আটক করেন। শুক্রবার আটকদ্বয়দের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *