ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দেশের আলোচিত অভিনেতা হিরো আলম। হিরো আলম শুক্রবার (২৭ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী হিসেবে বন্যার্তদের মাঝে ১হাজার প্যাকেট চাল, ডাল, আলু ও লবন বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে হিরো আলম বলেন, বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ অনুযায়ী যত টুকু থাকা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি যেমন আমার মত করে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ঠিক তেমনই দেশের সেলিব্রিটি বা সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাস দাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
