গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে বাকাসের কর্মবিরতি অব্যাহত, বৃহৎ সমাবেশের হুশিয়ারি

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাটে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। এ দিকে নানা সুবিধা আদায়ে ব্যাপক বিগ্ন ঘটছে উপজেলা বাসির। দেখা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে সারা দেশের ন্যায় আজও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কর্মচারীরা নিজ নিজ অফিসে সকলে হাজিরা দেওয়ার পর গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে অবস্থান করে সমাবেশ পালন করেছেন কর্মচারীরা। গোয়াইনঘাট উপজেলায় এরকম কর্মসূচি পালনের কারণে সকল অফিসের সকল প্রকার কার্যক্রম পরিচালনায় ব্যাপক বিগ্ন ঘটছে। তবে কর্মকর্তারা অফিস করছেন ঠিকই যার কারণে সুবিধা পাচ্ছেনা উপজেলাবাসী।

বিগত ২০জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। তৃতীয় দিনের মতো আজও বৃহস্পতিবার একই সময়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এমন কর্মসূচী পালন করবেন বলে জানান কর্মকর্তারা। সেই সাথে আরোও বলেন, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্রমান্বয়ে এটাকে বৃহত্তর আন্দোলনে রুপান্তরের হুশিয়ারি উচ্চারণ করেন কর্মচারীরা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ,জনি চক্রবর্তী, আবুল কালাম আজাদ, বদরুজ্জামান, সহকারী কমিশনার( ভূমি) এর কার্যালয়ের মোঃ ছয়ফুল হক, দিলীপ কুমার পাল, আব্দুল লতিফসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *