ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি চার দিনের সরকারী সফরে আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট উসমানী বিমান বন্দরে এসে পৌছেছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত সিলেটের বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন করবেন তিনি। সফরকালে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে নির্বাচনী এলাকার তিন উপজেলায় গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী হস্তান্তরকৃত ঘর ভুমিহীনদের মাঝে হস্তান্তর করবেন। এসময় নির্বাচনী এলাকা গোয়াইনঘাটে প্রায় অর্ধশতাধিক কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর করবেন তিনি। গোয়াইনঘাটে যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর করবেন প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর গুলোর মধ্যে রয়েছে শনিবার সকাল ৮টায় আলীরগাঁও ইউনিয়নের বারহাল আলিম মাদরাসার ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর। সকাল ৯টায় গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও সম্প্রসারিত হলরুমের উদ্বোধন। সকাল সোয়া ৯ টায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়, ডাঃ ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়, বাউরভাগ মাদরাসা, আলহাজ আব্দুল মজিদ উচ্চবিদ্যালয়, বগাইয়া হাওর ইসলামীয়া দাখিল মাদরাসার ভিত্তি প্রস্থর ও ফলক উন্মোচন। বেলা আড়াইটায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন। বিকাল ৫টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয়ে ৪র্থতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর। সাড়ে ৫টায় নন্দীরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনের ভিত্তি প্রস্থর। এছাড়াও সালুটিকর ডিগ্রি কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের শুভ উদ্বোধন করবেন মন্ত্রী।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এছাড়া গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল এবং গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।