গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান আহমদ 

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। উদ্বোধনকালে মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্য প্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ব্রীজ কালভার্ড, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর-বাইরে প্রশংসিত হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয় একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত আর এ সবকিছুই সম্ভব হয়েছে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের কারণে। সেই সাথে আওয়ামীলীগ সরকার আপামর জনগণের ভাগ্য উন্নয়নে অত্যান্ত বিচক্ষণতার সহিত দেশ পরিচালনা করছে। বৃহস্পতিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর শেষে বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কতগুলো বলেছেন।উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, গোয়াইনঘাট উপজেলার  নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন, পশ্চিম আলীরগাওঁ ইউনিয়নের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পূর্ণানগর গ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন, গোয়াইনঘাট উপজেলা সদরে ১৪ কোটি টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর, সিলেট জেলা পরিষদের অর্থায়নে গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থিত পুকুর পাড়ের চতুর্দিকে পাকা কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও উপজেলা সদরে অবস্থিত গোয়াইনঘাট উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন মন্ত্রী ইমরানআলোচনা সভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা, গোয়াইনঘাট উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামছুল আলম, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *