ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের সার্বিক তত্বাবধানে। গোয়াইনঘাটকে মাদকমুক্ত রাখতে স্বার্বক্ষনিক পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় থানা পুলিশ ৭১বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১জনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানাযায়,, থানার এএসআই মোঃ সুফিয়ান মিয়া সঙ্গীয় ফোর্সদের নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টায় উপজেলার। ১নং রুস্থমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা নামক স্থানে অভিযান পরিচালনা করে। নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৭১বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত ঐ যুবক উপজেলার কুলুমছড়ার পাড় গ্রামের মোঃ রহমত আলীর পুত্র আক্কল আলি (২৫)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ডেইলি গোয়াইনঘাটকে জানান, অপরাধ ও অপরাধী দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব পালনে পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে। যার অংশ হিসেবে থানার এএসআই মোঃ সুফিয়ান মিয়া ৭১ বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেফতার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক আক্কল আলীকে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।