গোয়াইনঘাট প্রচ্ছদ হোম

গোয়াইনঘাটে মাষ্টার আতাউর রহমান স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ১৯৯৬ব্যাচের মেধাবী শিক্ষার্থী মরহুম মাষ্টার আতাউর রহমান’র অকাল মৃত্যুতে ১৯৯৬ব্যাচের সকল শিক্ষার্থীদের উদ্দ্যগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷শুক্রবার( আজ) বাদজুমা গোয়াইনঘাট উপজেলাস্থ গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ে ১৯৯৬ব্যাচের সকল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা বলেন, মরহুম মাষ্টার আতাউর রহমান অত্যান্ত সুনামের সহিত পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে এবং ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (প্রশাসক) হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা জীবনে সকল শিক্ষার্থীদের কাছে এক পিতৃতুল্য অভিভাবক এবং একটি নক্ষত্র হিসেবে তিনি পরিগণিত ছিলেন। তিনি সকল শিক্ষার্থীর হৃদয়ে এক অনুপম আদর্শ শিক্ষক হিসেবে বেচে থাকবেন অনন্তকাল। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন। শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, মোঃ খালেদ কিবরিয়া, আরিফ উদ্দিন, গোলাম সারোয়ার, মোঃ বেলাল আহমেদ, মোঃ নজরুল হোসেন, বেলাল আবেদিন, আকরাম উদ্দিন, মোঃ সালেহ আহমদ, হোসেন রুহেল, মোঃ রিপন আহমদ, মোঃ জিয়াউর রহমান, সালেহা বেগম, নুসরাত নাজু, আহমদ আলী, তানিয়া সুলতানা স্বপ্না, মোঃ মঈন উদ্দিন,  লোকমান হোসেন, মোঃ মাসুক আহমদ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন, নির্মল প্রমূখ। উল্লেখ্য চলতি বছরের ১৭জানুয়ারি সোমবার সকালে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাষ্টার আতাউর রহমান ইন্তেকাল করেছেন। দোয়া মাহফিল শেষে মরহুম মাষ্টার আতাউর রহমান’র আত্মার মাগফেরাত কামনা করেন ১৯৯৬ব্যাচ’র সকল বন্ধুমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *