আইন বিচার হোম

গোয়াইনঘাটে ময়নুল হত্যা মামলায় জড়িত ফয়জুল পুলিশের হাতে আটক

সিনিয়র রির্পোটার:: সিলেটের গোয়াইনঘাটে ময়নুল ইসলাম হত্যা মামলায় জড়িত ফয়জুল হক (২৭)কে গোয়াইনঘাট থানা পুলিশ আটক হয়েছে। ৪আগষ্ট বুধবার সকালে উপজেলার নয়াপাড়া হাওর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুজ একদল পুলিশ নিয়ে তাকে আটক করেন। উল্লেখ যে গোয়াইনঘাট পজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাতে দুবাই প্রবাসীর স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে একই গ্রামের মইনুল ইসলামের রক্ত মাখা লাশ পাওয়া যায়। সাফিয়া বেগম ও অন্যান্য আসামীরা দা দিয়ে মইনুল ইসলামকে জবাই করে হত্যা করে। নিহত মইনুল গাড়ে জবাইয়ের একাধিক চিহ্ন রয়েছে। এছাড়াও মইনুলের আঙ্গুল ও হাতের কব্জিতেও কাটার আঘাত রয়েছে।বুধবার (২৮জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫) এর বসতঘর থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে মইনুল ইসলাম (৩৫)।পুলিশি সূত্রে জানা যায়, বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাত ১২ টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে এক যুবকের লাশ পড়েে আছে মর্মে থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব পুলিশের একটি টীম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন। রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে থাকা যুবকের লাশ উদ্ধার ও দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫) কে আটক করে। এঘটনায় নিহতের ভাই খসরুল বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুজ ফয়জুল হককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *