ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার সাথে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী ঐ দিন তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করেছিল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ প্রমুখ।